শুভ আষাঢ়ী পূর্ণিমার ঐতিহাসিক গুরুত্ব।
- ডঃ.জিনবোধি মহাথেরো
- Jul 8, 2017
- 1 min read
মহামানব গৌতম বুদ্ধের জীবনে আজকের এ পবিত্র পূর্ণিমা তিথিতে উপরোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। একারণে আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের জন্য অত্যন্ত স্মরণীয়-বরণীয়, কল্যাণজনক ও পুণ্যময় তিথি। আজ সারা বৌদ্ধ বিশ্বে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে এ পূ্র্ণিমা পালিত হচ্ছে।

১. সিদ্ধার্থ গৌতম বা তথাগত বুদ্ধ মানবকুলে জন্ম নেওয়ার মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। ২. সিদ্ধার্থ গৌতমের গৃহত্যাগ। ৩. গৌতম বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা বা গৌতম বুদ্ধের প্রথম ধর্ম প্রচার। ৪. গৌতম বুদ্ধ কর্তৃক প্রতিহার্য ঋদ্ধি বা আধ্যাত্মিক শক্তি প্রদর্শন । ৫. গৌতম বুদ্ধ মাতৃঋণ পরিশোধ করার লক্ষে পরলোকগত মা"কে ধর্ম দেশনা করার জন্য তাবত্রিংশ স্বর্গে গমন করেন। ৬. গৌতম বুদ্ধ ভিক্ষুদের জন্য ত্রৈমাসিক বর্ষাব্রত প্রবর্তন করেন। কৃতজ্ঞতায় ডঃ. জিনবোধি মহাথেরো
Comments