top of page

‪তসলিমা‬ নাসরিনের স্ট্যাটাস থেকে নেওয়া।

  • দ্যা বড়ুয়া বুড্ঢিস্ট নিউজ ডেস্ক
  • Mar 16, 2016
  • 1 min read

কলকাতা থেকে শান্তিনিকেতন যাচ্ছি। রেলে। কী যেন নাম ছিল! শান্তিনিকেতন এক্সপ্রেস? হতে পারে, অথবা অন্য কোনও এক্সপ্রেস। রেলের যে কামরাটায় আমি উঠেছিলাম, সেটি খুব সুন্দর করে সাজানো। বসার জন্য সোফা আর নরম গদির চেয়ার। চা টা রাখার জন্য টেবিল। টেবিলল্যাম্প। মনে হচ্ছিল কোনও বড়লোকের বাড়ির বৈঠকঘর। শুনেছি এটি রবীন্দ্রনাথের কামরা। উনি এতে চড়ে কলকাতা শান্তিনিকেতন যাওয়া আসা করতেন। সারা পথ আমি এক ঘোরের মধ্যে ছিলাম। ভাবছিলাম রবীন্দ্রনাথ কী করতেন পথে, পড়তেন, লিখতেন, নাকি জানালার পাশে বসে চুপচাপ আকাশ দেখতেন! মনে হচ্ছিল আমি যেন দেখতে পাচ্ছি তাঁকে। দেখতে পাচ্ছি তিনি আকাশ দেখছেন, মেঘগুলো সরে সরে যাচ্ছে, দেখছেন। আমিও জানালার পাশে বসে আকাশ দেখলাম, একই আকাশ।

নিন্মে‬ যেইটা ছবিটা দেখছেন... ঐইটা হল শান্তিনিকেতন এক্সপ্রেস রেলের মধ্যে রবীন্দ্রনাথেরপার্সোনাল কামরা।যেই কামরায় বসে রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়া আসা করতেন।এতেই আরো বোঝা যায় তিনি বুদ্ধ কে কতটা শ্রদ্ধা করতেন।তার পার্সোনাল রুমেও বুদ্ধকে আসনে রেখেছেন।


 
 
 

Commentaires


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by the Barua Buddhist News/Media 

bottom of page