বৌদ্ধ দর্শনের অন্তর্জালে অনিত্য, দুঃখ, অনাত্ম" শীর্ষক গ্রন্থের সেমিনার অনুষ্টিত হবে।
- দ্যা বড়ুয়া বুড্ঢিস্ট নিউজ ডেস্ক
- Feb 4, 2016
- 1 min read
প্রিয় সূধী, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি, ২৫৫৯ বুদ্ধবর্ষ, শনিবার, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কস্থ ফুলকি এ. কে. খান স্মৃতি মিলনায়তনে আমার লিখিত "বৌদ্ধ দর্শনের অন্তর্জালে অনিত্য, দুঃখ, অনাত্ম" শীর্ষক গ্রন্থের সেমিনার অনুষ্টিত হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ এর সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব বৌদ্ধ নেতা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলার মাননীয় জেলা প্রশাসক- জনাব মেজবাহ উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ভদন্ত বসুমিত্র মহাথের, অধ্যাপক উপানন্দ মহাথের, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ও অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুষ্টানকে ঋদ্ধ করবে। সার্বিক তত্ত্বাবধানে প্রদীপ কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক, সেন্টার অব এক্সলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ
Comments