top of page

উখিয়ায় শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৫ চলাকালীন।

  • দ্যা বড়ুয়া বুড্ঢিস্ট নিউজ ডেস্ক
  • Jan 17, 2016
  • 2 min read

কক্সবাজার সদর, উখিয়া, রামু, টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সহ ৫ উপজেলার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের নিয়ে শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা’১৫ সম্পন্ন হয়েছে।

জানা যায়, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের’র গুরুদেব শাসন সদ্ধর্মের পরম হিতৈষী প্রয়াত: শ্রীমৎ শাসনবংশ মহাথের’র স্মরণে ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন উখিয়ায় শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত ১৩ বৎসরে ৪ হাজার অধিক শিক্ষার্থীদের বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান করা হয়।

গত ১৫ জানুয়ারী, শুক্রবার ৪টি কেন্দ্রে ৯০৭জন পরীক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে ১৩তম বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। কেন্দ্র গুলোর মধ্যে উখিয়া কলেজে- ৪৮২জন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে- ২৪৩জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু বরইতলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে- ৯৮জন, রামু উপজেলার জগৎ জ্যোতি শিশু সদনে- ৮৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীমৎ কুশলায়ন মহাথের পরিচালনায় শ্রী জ্যোতি রক্ষিত ভিক্ষু তত্ত্বাবধানে উখিয়া কলেজে শ্রী জ্যোতি কল্যাণ ভিক্ষু, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রী জ্যোতি প্রিয় ভিক্ষু, রেজু বরইতলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রী জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু, রামু রাংকূটে শ্রী জ্যোতি সেন ভিক্ষু হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন, প্রিয়সেন বড়ুয়া, সনজিত বড়ুয়া, রাফুল বড়ুয়া, শ্রী জ্যোতি আর্য্য ভিক্ষু। সমন্বয়কের দায়িত্বে ছিলেন, মেধু কুমার বড়ুয়া, মিলন কুমার বড়ুয়া, শ্রী: জ্যোতি মিলন ভিক্ষু ও জ্ঞানদর্শী বড়ুয়া।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বোধিমিত্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, কক্সবাজার জেলা সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, উখিয়া কলেজ শিক্ষক প্লাবন বড়ুয়া, সিএসবি২৪ ডটকম সম্পাদক ও উখিয়া কলেজ আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, শুভংকর বড়ুয়া, হিমু বড়ুয়া প্রমুখ।

আগামী ২২ জানুয়ারী ফলাফল প্রকাশিত হবে বলে নিশ্চিত করেন হল সচিব শ্রী; জ্যোতি কল্যাণ ভিক্ষু। ফলাফল প্রকাশিত হবে অনলাইন নিউজ সহ স্থানীয় দৈনিক পত্রিকায়।


 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by the Barua Buddhist News/Media 

bottom of page