::::আমেরিকায় বৌদ্ধবিহারে ছোট ছোট শিশুদেরকে বুদ্ধের জীবনী শিক্ষা দিচ্ছেন::::
- দ্যা বড়ুয়া বুড্ঢিস্ট নিউজ ডেস্ক
- Jan 16, 2016
- 1 min read
দিনে দিনে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ায়সহ পশ্চিমা বিশ্বে বৌদ্ধধর্ম ও বৌদ্ধ জীবন পদ্ধতি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। অনেক উচ্চশিক্ষিত যুবক আজ অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে বুদ্ধের শিক্ষার পরশ পেয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করছে ও ভিক্ষুজীবন লাভ করছে।
ত্যাগের মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এইসব শিক্ষিত পশ্চিমা ভিক্ষু আজ বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বার্মার জাতিগত ও নাগরিকত্ব বিষয়ক একটি রাজনৈতিক বিষয়কে ভুল ব্যাখ্যা করে যারা বৌদ্ধধর্ম ও বৌদ্ধ ভিক্ষুদের জীবন যাপন নিয়ে অপপ্রচার করছে আর গুজব রটাচ্ছে তাদের উচিত বৌদ্ধধর্ম সম্পর্কে জানা।
ভিডিওতে দেখুন - আমেরিকার শিশুদের বুদ্ধের জীবনী বলছেন বৌদ্ধ ভিক্ষু।
(শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন)
সাধু সাধু সাধু।
Comments