এবার নিখোঁজ স্বরণজীব বড়ুয়ার খোঁজ মিললো অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালে।
- দ্যা বড়ুয়া বুড্ঢিস্ট নিউজ ডেস্ক
- Jan 19, 2016
- 1 min read
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাথুয়া এলাকার অমলেন্দু বড়ুয়া ও শিখা রাণী বড়ুয়ার ছেলে নিখোঁজ স্বরণজীব বড়ুয়ার খোঁজ মিলেছে।
তিনি গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়ে ছিলেন। অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজন২৪ এ প্রকাশিত “অজ্ঞাত পরিচয়ের যুবকটি অজ্ঞান হাসপাতাল” প্রকাশিত সংবাদের সাথে ছবি দেখে তার খোঁজ পান স্বজনরা।
নিখোঁজ স্বরণজীব বড়ুয়াকে অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালে পেয়ে এরপর উন্নত চিকিৎসার জন্য অত্নীয়রা তাকে নিয়ে যান ট্রিটমেন্ট-সিএসসিসি নামের একটি বেসরকারি হাসপাতালে।
Comentarios